যেকোনো প্রতিষ্ঠান প্রথম আলোর চুক্তিভিত্তিক গ্রাহক হলে কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকেন। এর আওতায় সাম্প্রতিক সময়ে দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান, এয়ারলাইনস, ব্যাংক, হাসপাতাল ও আবাসিক হোটেল প্রথম আলো র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কোনো প্রতিষ্ঠান প্রথম আলোর চুক্তিভিত্তিক গ্রাহক হতে চাইলে যোগাযোগ করতে পারেন নিম্ন বর্ণিত মুঠোফোন নম্বরে:
মোঃ আমিরুল হক
বিক্রয় ব্যবস্থাপক
মুঠোফোন: ০১৯৫৫ ৫৫২০৩২
গৌতম কুমার মন্ডল
জ্যেষ্ঠ নির্বাহী (কর্পোরেট সেলস)
মুঠোফোন: ০১৯৫৫ ৫৫২০৩৬
প্রথম আলোর পুরোনো সংখ্যা সংগ্রহ করা যায়। এ ক্ষেত্রে স্টোরে থাকা সাপেক্ষে চলতি বছরের পত্রিকা দ্বিগুণ দামে যে কেউ সংগ্রহ করতে পারেন। চলতি বছর ছাড়া এর আগের বছরের পত্রিকা সংগ্রহ করতে হলে পত্রিকার দাম বছরের সাথে সাথে আনুপাতিক হারে বাড়বে। যেমন: ২০১৬ সালে ২০১৫ সালের পত্রিকার জন্য দ্বিগুণ, ২০১৪ সালের পত্রিকার জন্য তিন গুণ ও ২০১৩ সালের পত্রিকার জন্য চার গুণ দাম পরিশোধ করতে হবে। সাধারণত বর্তমান তারিখ থেকে বিগত ছয় মাসের মধ্যে যেকোনো পুরোনো সংখ্যা সংগ্রহের জন্য প্রথম আলো কার্যালয়ের নিচতলায় অবস্থিত স্টোর বিভাগের সঙ্গে যোগাযোগ করা যাবে। ছয় মাসের অধিক সময়ের পুরোনো সংখ্যার জন্য প্রথম আলো র ছাপাখানায় (ট্রান্সক্রাফট লি., ২২৯ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮) যোগাযোগ করতে হবে। ছাপাখানা থেকে পত্রিকা সংগ্রহ করতে হলে শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে যোগাযোগ করা যাবে ।